মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

একুশে টেলিভিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

আজ (বৃহস্পতিবার) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানায় তারেক রহমান এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে যোগসাজশ করে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ এনে ওই মামলাটি করা হয়।

সেসময় সাবেক উপ-পুলিশ কমিশনার বিপ্লব সরকার জানিয়েছিলেন, ৫ই জানুয়ারির (২০১৪) নির্বাচনের বছরপূর্তির আগের রাতে লন্ডনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান৷ ৫০ মিনিটের ঐ বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন৷ বক্তব্যে তারেক রহমান বিচার বিভাগ, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নানা বিষয়ে উসকানিমূল কথা বলেছিলেন৷ তাছাড়া নেতা-কর্মীদের বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছিলেন তিনি৷ তার সেই বক্তব্য রাষ্ট্রদ্রোহমূলক৷ আর একুশে টেলিভিশন এই বক্তব্য সরাসরি ( লাইভ) প্রচার করে একই অপরাধ করেছে৷

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit