স্পোর্টস ডেস্ক : ১ উইকেটে ১০৯ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি এবং ট্রিস্টান স্টাবসের দারুণ জুটিতে এখন বিশাল সংগ্রহের পথে প্রোটিয়ারা। জর্জির শতকের পাশাপাশি স্টাবস করেছেন অর্ধশতক। ১৩১ বলে ৬৫ রানে অপরাজিত আছেন তিনি। আর দুইজন মিলে গড়েছেন ১৩৬ রানের জুটি।
নিয়মিত চার বোলারের পাশাপাশি পার্ট টাইম বোলার মুমিনুল হকও বোলিং করেছেন। তবে সাফল্য পায়নি কেউ। বাংলাদেশের একমাত্র সাফল্যটি এসেছে তাইজুল ইসলামের হাত ধরে। মার্করামের উইকেটটি নেন তিনি।
এদিকে ঢাকা টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে যে একাদশে পরিবর্তন আসবে তা একপ্রকার নিশ্চিত-ই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা।
অসুস্থতার কারণে চট্টগ্রাম টেস্টে নেই লিটন দাস। আর আগেই জানা গিয়েছিল, ইনজুরির কারণে ছিটকে গেছেন জাকের আলী। আর বাদ দেয়া হয়েছে নাঈম হাসানকে। এই তিনজনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন—মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান এবং নাহিদ রানা।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৫