বিনোদন ডেস্ক : রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ সিনেমার আয়োজনে সম্প্রতি অংশ নেন অর্জুন। সে অনুষ্ঠানে অর্জুনকে একজন প্রশ্ন করে জানতে চান, মালাইকা কেমন আছেন?
এমন প্রশ্ন শুনে অর্জুন কোনো উত্তর দেন না। বরং ওই ব্যক্তিকে জানান, তিনি এখন সিঙ্গেল। যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়, অর্জুনের ওই মন্তব্যের পরই মালাইকা ইনস্টাগ্রাম পোস্ট দেন। লেখেন, ‘আপনার জীবনের চলার পথ আনন্দের হোক, গন্তব্য নয়।’
হঠাৎ অভিনেত্রীর এমন পোস্টে নেটিজেনরা বলছেন, প্রাক্তন প্রেমিক অর্জুনকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য মালাইকার। তবে মালাইকার এমন মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অর্জুন।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান মালাইকা ও অর্জুন। বয়সে ১২ বছরের ছোট হলেও তাদের সম্পর্ক গভীরতা পায়। ২০১৯ সালে মিডিয়ায় নিজেদের প্রেমের সম্পর্ক স্বীকার করেন তারা।
এরপর একসঙ্গে লিভিং রিলেশনেও ছিলেন আলোচিত এ তারকা জুটি। তবে হঠাৎই তাদের সম্পর্কে এবার ভাঙনের সুর বেজেছে।
কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২০