ডেস্ক নিউজ : শুক্রবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ফারুক বলেন, ‘শেখ হাসিনা অহংকার করে বলেছিল পালাবেন না। কিন্তু শেখ মুজিব স্যুটকেস নিয়ে আর ডলার নিয়ে পালিয়েছেন তিনি। ওয়ান এলিভেনে হাসিনার হাত না থাকলে তারেক রহমান বিদেশে থাকতো না।’
বিলম্ব না করে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। বলেন, ‘বিশ্বজিৎকে খুঁচিয়ে মারা আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না।’তিনি আরও বলেন, ‘অতীতের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দ্রব্যমূল্য বাড়তো না। ছাত্র-জনতার আন্দোলন সফল হওয়ার পেছনে একামাত্র ভূমিকা রেখেছেন তারেক রহমান।
জনপ্রতিনিধি ছাড়া দেশের সংকট সমাধান সম্ভব নয় দাবি করে ফারুক বলেন, ‘দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করতে চাইলে বিষদাঁত ভেযে দেয়া হবে। শেখ হাসিনাকে আদালতে আসতে হবে।’
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:১৫