বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খান।প্রথম সংসার ভেঙে যাওয়ার পর অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন তিনি।সাইফের ডিভোর্সি তকমা, বয়সের ফারাক কিংবা ভিন্ন ধর্মের ভয়- এর কোনো কিছুকেই বাধা মনে করেননি কারিনা।ভালোবেসে শক্ত করে ধরেছিলেন একে অপরের হাত।দেখতে দেখতে কেটে গেল ১২টি বছর।
সাইফ বলেন, আসলে আমি যখন প্রথমবার কারিনাকে দেখেছিলাম, আমি ফিল্মস্তান স্টুডিওতে শুটিং করছিলাম। তখন দেখলাম, একটা ছোট্ট বাচ্চা মেয়ে মেকআপ রুমের বাইরের দেওয়ালে ঠেক দিয়ে বসেছিল, আর আমার দিকে তাকিয়ে ছিল।আমি তখন একজনকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কে। সে জানায়- এ কারিনা কাপুর, কারিশমার ছোটবোন।
আমার ওইদিন দেখেই মনে হয়েছিল মেয়েটা খুব সুন্দরী, আর আমার ওইদিন থেকেই কারিনাকে ভালো লেগে যায়। এর আগে সাইফ তার থেকে ১৩ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান রয়েছে। মেয়ে সারা আলি খান ও ছেলে ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার বিবাহ বিচ্ছেদ হয়।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২১