বিনোদন ডেস্ক : গুঞ্জন উঠেছে, সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন কমেডিয়ান তারকা ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি। লাগাতার হত্যার হুমকি পাওয়া সালমান খানও রয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায়। এদিকে ভাইরাল হয়েছে বিবেক ওবেরয়ের ভিডিও। যেখানে অভিনেতাকে বিষ্ণোইদের তুমুল প্রশংসা করতে দেখা যাচ্ছে।
তবে ভিডিওটি কোন সময়ের তা জানা যায়নি। অনেকে ধারণা করছেন, বিবেকের এই বক্তব্য বেশ পুরানো। হয়ত কোনও জনসমাবেশে বক্তব্য রাখছিলেন বিবেক। সেখানেই তিনি বলেন, ‘আপনারা বিষ্ণোই সমাজের বিষয়ে গুগল করে দেখে নিন, সারা বিশ্বে আপনারা এমনটা দেখতে পাবেন না। কারণ প্রত্যেক ঘরে, আমার বাড়িতেও আমরা গরুর দুধ নিয়ে বাচ্চাদের দিই। সারা দুনিয়ায় শুধু বিষ্ণোই সমাজেই হরিণের মৃত্যু হলে আমাদের বিষ্ণোই মায়েরা তাদের শাবককে নিজেদের বুকে টেনে নিয়ে স্তন্যপান করান।’
বলিউডে সালমান খান ও বিবেক ওবেরয়ের সম্পর্কের তিক্ততা দীর্ঘদিনের। আর এর কারণ ঐশ্বরিয়া রায়। জানা যায়, সঞ্জয় লীলা বানশালির ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার সেটে ঐশ্বরিয়ার প্রেমে পড়েছিলেন সালমান। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। এর পর নাকি ‘কিউ! হো গ্যায়া না’ সিনেমার শুটিং চলাকালে বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। সেই সময় বিবেক দাবি করেন, সালমান খান তাকে হুমকি দিয়েছেন।
বিবেক-ঐশ্বরিয়ার সম্পর্ক ভাঙে ২০০৫ সালে। এরপর অভিষেক বচ্চনকে বিয়ে করে বচ্চন পরিবারে সংসারি হন সাবেক বিশ্বসুন্দরী। কিন্তু সালমান-বিবেকের সম্পর্ক আর কোনোদিন স্বাভাবিক হয়নি।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৫