স্পোর্টস ডেস্ক : আগামী ২১ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে মার্করামের দল। এবারের প্রোটিয়া দলটা সাজানো হয়েছে মূলত স্পিনকেন্দ্রিক। কেশভ মহারাজের সঙ্গে স্কোয়াডে আছেন আরও দুই স্পিনার সেনুরান মুত্তুস্বামী এবং ড্যান পিড।
তবে পেসার আক্রমণও ভালো দক্ষিণ আফ্রিকার। পেসারদের মধ্যে রয়েছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডার। এদিকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অভিষেক হতে পারে ম্যাথু ব্রিটজের। ৮ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার এবারই প্রথম প্রোটিয়ার টেস্ট দলে ডাক পেয়েছেন।
কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৪