বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে, এ বিষয়টি নিয়ে বচ্চন পরিবারে নাকি অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে প্রায় মুখ দেখাদেখি বন্ধ। তবে পূজা উৎসবে তাদের একসঙ্গে দেখা মিলেছে।
সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, সাবেক বিশ্ব সুন্দরী স্ত্রীকে ছেড়ে অন্য এক নারীকে মন দিয়েছে অভিনেতা। তিনিও একজন বলিউড অভিনেত্রী। বিষয়টি জেনে ফেলেন রাই সুন্দরী। এর পরই সাংসারিক টানাপোড়েন শুরু। তছনছ হয়ে যাচ্ছে তাদের সংসার।
জানা যায়, ‘দসবী’ ছবির সহঅভিনেত্রী নিমরত কৌরের সঙ্গেই গোপনে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যে কথা জানতে পারার পর তুমুল অশান্তি শুরু হয় তারকা দম্পতির মাঝে। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি।
অনেকদিন ধরেই খবর, অভিষেক-ঐশ্বরিয়া আলাদা থাকছেন। এরপর আম্বানিদের পরিবারে যখন গোটা বচ্চন পরিবার একসঙ্গে আসে, তখন কন্যা আরাধ্য আর ঐশ্বরিয়া আসেন আলাদা।
এরপর বচ্চনদের সঙ্গে দূরত্ব বজায় রেখেই থাকেন দুজনে। যদিও বিয়ের অনুষ্ঠানে কিছু সময়ের জন্য অভিষেক এসে মেয়ে-বউকে সঙ্গ দিয়েছিলেন। এরই মাঝে ডিভোর্স নিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়াচ্ছে। তবে বিষয়টির সত্যতা এখনও জানা যায়নি।