ডেস্ক নিউজ : হজরত আনাস (রা.) বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আমাদের কেউ তার ভাইয়ের সাথে বা বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তার সামনে কি মাথা নত করবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তাকে জড়িয়ে ধরে চুমো খাবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে কি তার হাত ধরে তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হ্যাঁ। (তিরমিজি ২৭২৮)
সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ! আপনারা মুমিন না হলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না আর পরস্পরে সৌহার্দ্য ও ভালোবাসা না রেখে আপনারা মুমিন হতে পারবেন না। আমি আপনাদের এমন কাজের কথা বলছি যা আপনাদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে, নিজেদের মধ্যে বেশি বেশি সালাম আদান-প্রদান করুন! (মুসলিম ২০৩)
মুসাফাহার ফজিলত সম্পর্কে আনাস (রা.) থেকে বর্ণিত রয়েছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুজন মুসলিমের সাক্ষাৎ হয় এবং তারা পরস্পর হাত মিলায় আল্লাহ তাআলার ওপর তাদের এই হক জন্মে যে, আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং তাদের হাতগুলো পৃথক হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দেবেন। (মুসনাদে আহমদ ১২৪৫১)
আমাদের দেশে ঈদের নামাজের পরে, বিয়ের মজলিসে আকদের পরে বা ফরজ নামাজের পরে মুআনাকা করার প্রচলন আছে। এ সময়গুলোতে মুআনাকার প্রচলনের কোনো ভিত্তি পাওয়া যায় না। তবে কেউ যদি ঈদের নামাজের পর পরস্পর এমন কারও সাথে সাক্ষাৎ করেন যার সাথে অনেকদিন পরে দেখা হয়েছে তাহলে মুআনাকা করা যাবে। এছাড়া এটা যদি ঈদের দিনের আমল মনে করে তাহলে তা বিদআত বলেছেন ওলামায়ে কেরাম।
কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪০