স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ক্লাব পিএসজি থেকে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। যে প্রত্যাশা নিয়ে প্রিয় ক্লাবে পাড়ি জমিয়েছেন, তা পূরণে খুব একটা সফল বলা যাবে না কিলিয়ান এমবাপ্পেকে। পারফরম্যান্স হচ্ছে না আপ টু দ্য মার্ক। তা নিয়ে সমালোচনার শেষ নেই। এর মধ্যেই পড়েছিলেন ইনজুরিতে। যদিও ইতোমধ্যেই সেরে উঠেছেন, মাঠে নেমেছেন রিয়ালের হয়ে দুই ম্যাচে।
ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে মাঠে নেমেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন এমবাপ্পে। চোটের কারণে কোচ দিদিয়ের দেশমও তাকে নেশন্স লিগের স্কোয়াড রাখেননি। বিশ্রাম দেয়া হয়েছে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে। এরপরই বিতর্কের মুখে পড়েন ফ্রেঞ্চ তারকা। জাতীয় দলের চেয়ে নাকি এমবাপ্পে রিয়ালকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। দেশমের এমন সিদ্ধান্ত ও কিলিয়ানের দলের প্রতি দায়িত্বহীন আচরণে বেজায় চটেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ম্যাক্সিম বসিস। সমালোচনা করেছেন ফরাসি ফুটবলের সমর্থক গ্রুপের প্রধান মুখপাত্র ফাবিয়ান বুনে।
তবে সমালোচকদের এক হাত নিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ক্লাব ও জাতীয় দলে ভারসাম্য রক্ষা করতেই এমবাপ্পেকে নেশন্স লিগের দুই ম্যাচে রাখা হয়নি বলে মন্তব্য করেছেন কোচ। ক্লাবের সঙ্গে দ্বন্দ নয় বরং ভারসাম্য বজায় রাখার আহ্বান তার।
তিনি বলেন, ‘একটা বিষয় মাথায় রাখতে হবে যে কিছু সময় জাতীয় দল ও ক্লাবের কার্যক্রম একই সময়ে হয়ে থাকে। আমি ভালো করেই জানি যে সে তার ক্লাবের বিপক্ষে যাবে না, সে তার জাতীয় দলের বিপক্ষেও যেতে চায় না।
তবে কিছু সময়ে, আলোচনার পরে আমাদের খেলোয়াড়দের কঠিন পরিস্থিতিতে না ফেলে তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। খেলোয়াড়দের ইনজুরি থাকলে ক্লাবগুলো জাতীয় দলের জন্য তাদের ছাড়তে রাজি হন না। এমবাপ্পে চোটে পড়েছিলেন তাই আমি ঝুঁকি নিতে চাইনি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, ক্লাব হলো ফুটবলারদের নিয়োগকর্তা, ফেডারেশন নয়।’নেশন্স লিগের সামনের দুই ম্যাচে এমবাপ্পে না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ দিদিদয়ের দেশম।
কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১১:০০