বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) হাসপাতাল থেকে ডিসচার্জ হন অভিনেতা। ওই দিনই রাত ১১টায় বাড়ি ফেরেন। এখন শারীরিকভাবে কিছুটা সুস্থবোধ করছেন রজনীকান্ত।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে রজনীকান্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পেটে ও বুকে ব্যথা শুরু হলে দ্রুত তাকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (১ অক্টোবর) প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকরা নিশ্চিত হন হৃদরোগ সংক্রান্ত জটিলতায় ভুগছেন তামিল সুপারস্টার। হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা রয়েছে তার।
এরপর তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ট্রান্স ক্যাথেটার পদ্ধতিতে তার চিকিৎসা চলে। একটি স্টেন্ট (হার্টের সমস্যায় বা হার্ট অ্যাটাকের পরে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়) বসানো হয় ৭৩ বছর বয়সি অভিনেতার হৃৎপিণ্ডে।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫৫