স্পোর্টস ডেস্ক : ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। সমর্থকরা ভাগ হয়ে যায় দু’ভাগে। যেখানে প্রিয় দলকে সমর্থন ও প্রতিপক্ষ দলকে নিয়ে টিপ্পনী কাটতে দেখা যায় ভক্তদের। যদিও লম্বা সময় ধরেই শিরোপা নির্ধারণী মঞ্চে দেখা যায় না এই দু দলকে। তবে এবার শিরোপা নির্ধারনী মঞ্চে মাঠে নামছে দুদল।
ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। অন্যদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন কমপ্লিট’ সেলেসাওদের।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫০