স্পোর্টস ডেস্ক : অনেক আগে ভিনিসিউসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার মাজু মাজাল্লি। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ভিনির সঙ্গে প্রেম করেছেন মাজু। এরপর তাদের সম্পর্ক ভেঙে যায়। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, আবারও একত্র হয়েছে এই জুটি। জানা গেছে, মাজু সম্প্রতি মাদ্রিদে গিয়ে ভিনিসিউসের বাড়িতে উঠেছেন।
মাজুর সঙ্গে ভিনিসিউস জিমে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছেন। সেই ছবিকে ঘিরেই মূলত শুরু হয় আলোচনা। ভিনিসিউসের সেই জিম অবশ্য আগে থেকেই বেশ বিখ্যাত। মাজুর জন্ম ব্রাজিলিয়ান শহর মারিলিয়ায়। বর্তমানে ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি।
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ব্যাপক জনপ্রিয়তা আছে। বিশেষ করে ব্রাজিলিয়ান টেলিভিশন সিরিজ ‘দি ফেরিয়াস কোমো ও’এক্স’–এর দ্বিতীয় সিজনে অভিনয় করে ব্যাপকভাবে পরিচিতি পান মাজু। গ্লোবোর খবর অনুযায়ী, কিছুদিন আগে মাজু ও ভিনি আবার দেখা করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিজেদের সম্পর্ককে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৫