ডেস্ক নিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর সাথে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা, একাডেমিক স্থবিরতা, শিক্ষা ও গবেষণা, সকল পদে দক্ষ ও যোগ্য লোক নিয়োগসহ অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সংস্কার পরিকল্পনার বিষয়ে কথা বলেন তারা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব রেদোয়ান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নূর আলম সিদ্দিকসহ প্রেসক্লাবে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘প্রেসক্লাব একটি বিশ্বস্ত সংগঠন। বিশ্ববিদ্যালয়ে এটি বড় ভূমিকা পালন করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিষয় হলো ইমেজ ক্রাইসিস। আমি চাচ্ছি সেই হারানো ইমেজ আবার ফিরে আসুক। প্রেসক্লাব সেই ইমেজ ফিরিয়ে ফিরিয়ে আনার জন্য কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘আমি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করব। শিক্ষার্থীদের বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটি ধরে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল সেক্টরে দক্ষ ব্যক্তিদের পদায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। আমি ক্যাম্পাসকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা একান্ত কাম্য। আশ করি হতাশ করব না।’
কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৬