মোঃ আমজাদ হোসেন রাজশাহী প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্লাস এ সিরামিক একাডেমিক ভবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ এবং রোবোটিক্স সোসাইটি অফ রুয়েট’র যৌথ আয়োজনে সম্প্রতি দুই দিন ব্যাপী রোবটিক্স প্রোগ্রামিং প্রতিযোগিতায় রাজশাহীর ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। দুই দিন ব্যাপী এই প্রতিযোতিয়া ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
রোবট বানানো ও প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান এই আয়োজনে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা রোবটিক প্রযুক্তি নিয়ে তাদের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে ধরেন। রোবটিক প্রোগ্রামিং প্রযুক্তি প্রদর্শনের এই আয়োজনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে মানুষ বিহীন স্মার্ট কৃষি যন্ত্রাংশ ব্যবস্থা, মানুষ বিহীন আগুন নিপ্পন ডোন এয়ারক্রাফট এই যন্ত্র টি পানি ও মাটিতে পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারে সহায়ক। শিক্ষার্থীদের বানানো এই যন্ত্র গুলো প্রতিযোগিতায় দ্রুততার সাথে নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এমন আচরণ মোহিত করে উপস্থিত পরিদর্শকদের।
মূলত, নতুন ধরনের রোবট তৈরি করে অগ্নি-নির্বাপণ ও যাতায়াত ব্যাবস্থাসহ নানা সমস্যা সমাধান করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ এবং রোবোটিক্স সোসাইটিটর যৌথ উদ্যােগে আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে এমন একটি উদ্ভাবনী প্লাটফর্ম পায় আগ্রহী ও উদ্যোগী শিক্ষার্থীরা। বাংলাদেশের ও রোবটিকস ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিতও পাওয়া যায় এই সফল আয়োজনের মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. তারিফ উদ্দিন, আরও ছিলেন বিভিন্ন বিভাগের ডীন’দয়, রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার’সহ বিভিন্ন বিভাগের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৮