মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় কসমেটিক্স পণ্য ও কারেন্ট জাল উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আলীনগর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স পণ্য ও কারেন্ট জাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, নদী পথে ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ন বিওপি’র হাবিলদার আল মামুনের নেতৃত্বে বিজিবি’র টহল দল পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় চিলমারী থেকে আসা স্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলারকে ধাওয়া দিলে ট্রলারে থাকা চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে আটক করা ট্রলার থেকে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স পণ্য ও কারেন্ট জাল উদ্ধার করে সীমান্তরক্ষী বিজিবি, যার মূল্য ৭ লক্ষ ৭১ হাজার ৮০ টাকা।
কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:১৫