এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্দুলিয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে মাদ্রাসা হলরুমে সকাল ৯ টায় আল-কোরআন তেলোয়াত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আন্দুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জহির উদ্দীন। বক্তৃতা করেন আন্দুলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হুসাইন, খলিলুুর রহমান জুয়েল, মুক্তার হুসাইন ও সাহেব আলী প্রমুখ। এ অনুষ্ঠানে শিক্ষক কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাসুল (সঃ) উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, অন্যের অধিকারের ব্যাপারে সজাক থাকতেন, অন্ধকার যুগকে পরিবর্তন করে তিনি উজ্জ্বলময় বিশ্বউপহার দেন। বক্তারা বলেন, আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ (সঃ) যে ভাবে জীবন যাপন করেছেন সেটা যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সফলতা আসবেই। তাঁর জীবনেই রয়েছে উত্তম আদর্শ। তাঁর দেখান পথে যদি আমরা চলতে পারি তাহলে অবশ্যই সোনালী যুগফিরে পাওয়া সম্ভব হবে।
উল্লেখ্য ৫৭০ খৃষ্টাব্দে ১২ রবিউল আওয়াল মাসে রাসুল (সঃ) মক্কা নগরীতে কুরাইশ বংশে এই পৃথিবীকে আলোকিত করে সুবহে সাদেকের সময় জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা নাম হয়রত আব্দুল্লাহ ও মাতার নাম আমেনা। সভাপতি জহির উদ্দীন বলেন, যে বুড়ি মহিলা প্রদিন তাঁর পথে কাটা বিছাত একদিন তাকেনা দেখে তার বাড়ীতে গিয়ে খোজ খবর নেন। এটাই তার সহ-মর্মিতা ও চরম শত্রুরপ্রতি ভালবাসা, সেই মহান ব্যক্তির আদর্শ নিয়ে আমদের পথ অনুস্মরন করা উচিত।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৮