এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজেরা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী আকিচুর রহমান (৪৫) মারাত্মক আহত হয়েছেন। নিহত হাজেরা বেগম পৌর শহরের ইছাপুর গ্রামের আকিচুর রহমানের স্ত্রী। আহত আকিচুর রহমান একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।
আকিচুর রহমানের প্রতিবেশী চাচাতো ভাই বিল্লাল হোসেন বলেন, আকিচুর রহমান ইজিবাইক চালায়, প্রতিদিনের ন্যায় রাতে বাড়ীতেই তার বাইকটি চার্যে দেয়। সোমবার ভোরে আকিচুর রহমানের স্ত্রী হাজেরা বেগম ঘুম থেকে উঠে বাইকটির কাছে যায়। সারারাত বৃষ্টি হওয়ায় ছেড়া-কাটা তারের কারেণ বাইকের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। হাজেরা বেগম বাইকে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে আকিচুর রহমান আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায়।
তাদের মেয়ে মিথিলা খাতুনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে চিকৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় আকিচুর রহমানকে হাসপাতালে ভর্তি করে দেন।
আকিচুর রহমানের মেয়ে মিথিলা খাতুন জানান, আমার পিতা পেশায় একজন ইজিবাইক চালক। প্রতিদিন রাতে বাইক বাড়ীতে এনে চার্যে দেন। এ দিনও চার্যে দিয়ে ঘুমাতে যায়। সকালে বাইক বের করতে গিলে এ ঘটনা ঘটে। এদিক এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকৎসক ইমন হাসান বলেন, হাজেরা বেগম হাসপাতালে আনার আগেই মারাযায়। তার স্বামী আকিচুর রহমানের অবস্থাও আশংকা মুক্ত। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০১