স্পোর্টস ডেস্ক : শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ২০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ১৯ ম্যাচের এ প্রতিযোগিতা। মালদ্বীপের জাতীয় একুভেনী ফুটবল প্র্যাকটিস মাঠে সকাল ৬টা থেকে রাত ১০টা নাগাদ চলে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রয়েল টাইগার গ্রিনের মো. আরিয়ান। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আহমেদ সেলিম এবং রানার্সআপ দলের অধিনায়ক মো. জিবনের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন।
এ সময় বাবুল বলেন, রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে কর্মরত বাংলাদেশের প্রবাসী ভাইদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও অটুট বন্ধন তৈরি করাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। তিনি আগামীতেও প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ডিএফটির ম্যানেজার নজরুল ইসলাম মামুন সময় সংবাদকে জানান, মালদ্বীপে অভিবাসীরা যাতে ইতিবাচক ফল পায়, সে লক্ষ্যেই আয়োজন করা হয় এ টুর্নামেন্ট।
এ দিন ছুটি থাকায় তপ্ত রোদের মধ্যেও প্রবাসীদের খেলা উপভোগ করতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক দলের সদস্যরা। গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী এতে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিল গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানি, ঢাকা ট্রেডার্স, এল মোবাইল, ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সপার লিমিটেড মালদ্বীপ, ভেলা প্রা. লি., এ কে কুল ও স্টার অ্যাপারেলস।
কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৪