আন্তর্জাতিক ডেস্ক : খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) একাধিক সরকারি সূত্র জানিয়েছে, মণিপুরে প্রায় ২ হাজার সদস্য বিশিষ্ট দুই ব্যাটালিয়ন সিআরপিএফ পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রতিবেদন মতে, তেলেঙ্গানার ওয়ারাঙ্গল থেকে ৫৮ নম্বর ব্যাটালিয়ন এবং ঝাড়খণ্ডের লাতেহার থেকে ১১২ নম্বর ব্যাটালিয়নকে মণিপুরে পাঠানো হচ্ছে। প্রথম ইউনিটটি মণিপুরের কাংভাইয়ে (চুড়াচাঁদপুর) এবং দ্বিতীয়টি ইম্ফলের চারপাশে দায়িত্বপালন করবে।
মণিপুর থেকে আসাম রাইফেলসের দু’টি ব্যাটেলিয়নকে জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের আরও কিছু অংশের জন্য প্রত্যাহারের পর সিআরপিএফ মোতায়েনের নির্দেশ দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, নতুন এ দুটি ইউনিটের সবগুলো কোম্পানিকে (প্রতিটিতে প্রায় ৬টি) সংঘাত কবলিত রাজ্যের বিভিন্ন অংশে ঘাঁটি তৈরি করতে হবে।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে জাতিগত সংঘাতে উত্তপ্ত মণিপুর। সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। প্রথমবারের মতো ড্রোন ও রকেট হামলার ঘটনাও ঘটেছে। এতে ১ সেপ্টেম্বর থেকে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
অন্যদিকে শুরু হয়েছে শিক্ষার্থী বিক্ষোভ। এতে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৌবাল জেলায় পাঁচদিনের জন্য কারফিউ জারি করা হয়। পাশাপাশি রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৪০