জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিি: খাগড়াছড়ি জেলা পুলিশের আগস্ট/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শেডে আগস্ট/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল। কল্যাণ সভায় তিনি ফোর্সের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ফোর্সের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আগস্ট/২০২৪ খ্রি. মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত মাসিক অপরাধ পর্যালচনা সভায় খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন-অর্থ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ জসীম উদ্দিন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো.তফিকুল আলম সহকারি পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান , সহ জেলার সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন ।অপরাধ পর্যালোচনা সভা শেষে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্স মেসে অফিসার ও ফোর্সদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৩০