ডেস্কনিউজঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির অভিযোগে দায়ের করা পাঁচ মামলা থেকে খালাস দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিএমএম কোর্টের বিচারক এ রায় ঘোষণা করেন।
খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বাংলাদেশ জননেত্রী পরিষদে’র সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি, জন্মদিন পালনসহ মানহানির মোট পাঁচটি মামলায় খালাস আবেদন করেছিলেন বিএনপি প্রধানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
মাসুদ আহমেদ বলেন, ‘বাদীরা তো কোনোদিন আদালতে আসেনইনি। তার ওপর বাদী মারা গেছে চার বছর আগে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি।’
‘সরকারের প্রভাবে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল,’ অভিযোগ করেন তিনি।
কিউএনবি/বিপুল/০৩.০৯.২০২৪/দুপুর ১২.৪৫