স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের পর নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবে উপজেলা পেশাজীবি ফোরামের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক আবু সালেহ মো: উবাইদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশোর পূর্ব সাংগঠনিক শাখার সহকারী সেক্রেটারী মিডিয়া ও প্রচার বিভাগের পরিচালক প্রভাষক মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান সহকারি অধ্যাপক ফজলুল হক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলী, নায়েবে আমীর মাওলানা মহিউল ইসলাম, পৌর সভাপতি আব্দুল বারী, মোজাহার আলী প্রমুখ। সভায় জামায়াত নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫