শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মো. সাইফুল ইসলাম স¤্রাটকে পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে স্থানীয় যুবলীগ কর্মীসহ কয়েক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন সাইফুল ইসলাম।
অভিযোগে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলার জিগাতলা গ্রামের জিগাতলা গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম সম্রাটের সাথে বেশ কিছুদিন ধরে একই উপজেলার লুনই গ্রামের মো. আবদুল হামিদের ছেলে যুবলীগকর্মী মো. জাহাঙ্গীর আলম ও নর নারায়নডহর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলামের গ্রাম্য বিরোধ চলছিল।
এরই জের ধরে গত শনিবার বিকেলে উপজেলার হিরনপুর বাজারে জাহাঙগীর ও শহিদুল ও অজ্ঞাত ১০- ১২জন যুবক তাকে আটকিয়ে বেধরক মারপিট করে। হামলাকারীরা তাকে লোহার পাইপ দিয়ে পিটি হত্যার চেষ্টা চালায় এবং তার পকেট থেকে নগদ ৩৩ হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা চলে যায়। যাবার এ ব্যাপারে কোন অভিযোগ বা মামলা করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
পরে তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলামের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০- ১২জনের বিরুদ্ধে গতকাল রোববার পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা আত্মগোপন করেছে। জাহাঙ্গীর আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তার মোবাইল বন্ধ পাওয়া যায়। শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মজিবুর রহমান বলেন, সাইফুল ইসলামের ওপর হামলার ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৮