মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে জেলার পার্বতীপুর গ্রামের পূর্ব শেরপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ গোলজার হোসেন ও ইকবাল হোসেন থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। পার্বতীপুর উপজেলার পূর্ব শেরপুর গ্রামের মৃত গোলাম রব্বানীর পুত্র মোঃ মাহমুদুল হাসান এর অভিযোগ সূত্রে জানা যায়, তার দাদার তিন পুত্র ও দুই কন্যা রেখে মৃত্যুবরণ করেন।
আব্দুল আজিজ এর বড় পুত্র মৃত গোলাম রব্বানী ২০০২ইং সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ কালে তিনি দুই পুত্র ও দুই মেয়ে এবং স্ত্রী রেখে যায়। প্রতিপক্ষ গোলজার ও ইকবাল এর যোগসাজসে আব্দুল আজিজ এর কাছ থেকে ২০১০ ও ২০১৫ইং সালে ০৭ একর জমি সম্পূর্ণ লিখে নিয়ে আত্মসাত করেন। এই ঘটনায় পূর্ব শেরপুর গ্রামে কয়েক দফা দুপক্ষের মধ্যে বৈঠক হয়। গোলজার হোসেন ও ইকবাল হোসেন গ্রাম্যশালিশে যে রায় হয় তারা দুইজন মানতে রাজি নয়।
এদিকে মাহামুদুল হাসান এর পরিবার কে ঐ ০৭ একর জমির মধ্যে ২.৫ একর জমি তারা প্রাপ্য কিন্তু সেই জমি থেকে তাদেরকে বঞ্চিত করেছেন গোলজার হোসেন ও ইকবাল হোসেন। এই ঘটনায় মোঃ ইকবাল হোসেন উল্টা মাহামুদুল হাসান সহ ০৫ জনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় গত ২৪/০৮/২০২৪ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন।
এই ঘটনায় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় মোঃ মাহমুদুল হাসান বলে প্রতিপক্ষগণ আমাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রানী করার জন্য অভিযোগ দায়ের করেন।
কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪৪