এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ‘অবস্থান কর্মসূচি’ পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহতকরতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার (১৪ আগষ্ট) বিকেলে শহরের বিজয় চত্ত্বর ও যশোর বাসস্ট্যান্ডে খন্ড খন্ড মিছিল নিয়ে পৃথক দুই স্থানে অবস্থান নিতে থাকেন নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অংশ নেন শত শত নেতাকর্মী। এ সময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে সারা শহর।
এ কর্মসুচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাফিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেনউপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুচ আলী দফাদার, যুগ্ম-আহবায়ক ও পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হালিম চঞ্চল ও উপজেলা বিএনপি নেতা শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান, যুব বিষয়ক স¤পাদক তৌহিদূর রহমান উজ্জ্বল, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, যুগ্ম-আহবায়ক প্রকৌশলী রাজু আহমেদ, কামরুল ইসলাম,এম ইলিয়াস আলী, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারন স¤পাদক শাহিনুর রহমান, ছাত্রদল নেতা বিএম বাবু, আব্দুল্লাহ আল-মামুন, মাজিদুল ইসলাম, ইমরান হোসেন, পৌর ছাত্রদল নেতা শিহাব হোসেন, হাসিব হোসেন প্রমুখ ।
এদিকে একই সময়ে শহরের যশোর বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপির অপর অংশ। সেখানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ সালাম।
পৌর যুবদলের সদস্য সচিব সালাউদ্দীনের পরিচালনায় বক্তৃতা করেন জগদীশপুর ইউনিয়ন বিএনপিরসভাপতি এ্যাডভোকেট আলিবুদ্দীন খান, সাবেক সাধারন স¤পাদক আব্দুল লতিফ লতা, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু,উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান, উপজেলা ছাত্রদল নেতা ইমন হাসান রকি, হাকিম রেজা, মেহেরান হাসান জিতু প্রমুখ।
কর্মসূচি থেকে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি করেন নেতাকর্মীরা।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩০