খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : দেশের চলমান নৈরাজ্যসহ সন্ত্রাস বিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শরীয়তপুর নাগরিক কমিটি। জেলা বিএনপি-জামাতসহ সমমনা দলগুলোর সন্বয়ে নাগরিক কমিটির আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে ১০ জেলা শহরের উত্তর বাজার বালু মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন, শরীয়তপুর-১ সানের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনরি সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, শাহ মো: আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুরের প্রধান উপদেষ্টা হাফেজ শওকত আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ সহ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের হত্যার হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবি জানান। এছাড়াও দেশের চলমান সংখ্যালঘুদের উপর আওয়ামীলীগের ষড়যন্ত্রের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় এনে বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আহবান জানান।
বক্তারা আরো বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে দলীয় নেতা-কর্মী ও নাগরিক কমিটির নেতৃবৃন্দের প্রতি কঠোর হস্তে পরিস্থিতি মোকাবেলার আহবান জানান। এছাড়াও তিনি হুশিয়ারি উচ্চারণ করে বিএনপি দলীয় নেতা-কর্মীদের কোন প্রতিহিংসামূলক কার্যকলাপ না চালানোর নির্দেশ প্রদান করেন। বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশী। দলীয় কারো বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণীত হলে তাকে শুধু বহিষ্কারই করা হবে না আইনের হাতে তুলে দেয়ারও হুশিয়ারি উচ্চারণ করেন।
কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৪