আন্তর্জাতিক ডেস্ক : জন কিরবি বলেছেন, এই সপ্তাহেই ইসরাইলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ, ওই হামলা ‘খুবই গুরুতর’ হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো নিয়ে কথা বলেছেন। সে প্রসঙ্গে কিরবি বলেন, ‘সব নেতাই আবারও বলেছেন, ইসরাইলের নিজেকে রক্ষার অধিকার আছে। আর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ুক, সেটা তারা চান না। নেতারা বলেছেন, তারা এটাও চান না যে, ইরান বা তার সহযোগিরা কোনো আক্রমণ করুক।’
সোমবার (১৩ আগস্ট) প্রেসিডেন্ট বাইডেন ও ইউরোপের চার দেশের নেতাদের একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়, ‘আমরা ইরানের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন ইসরাইলে হামলা না চালায়। এ ধরনের আক্রমণ হলে আঞ্চলিক সুরক্ষার বিভিন্ন দিকগুলো নিয়েও আমরা আলোচনা করেছি।’উল্লেখ্য, গত মাসে গুপ্ত হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এ হামলা ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরান ইসরাইলকে দায়ী এবং প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:১৮