শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (প্রস্তাবিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়) ভিসি ড. গোলাম কবীর তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিটিসি ক্যাম্পাসে এই তথ্য নিশ্চিত করেছেন শেহাবি’র রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ হারুন-অর-রদীদ। অধ্যাপক ড. গোলাম কবীর ২০২২ সালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে যোগ দান করেন।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ পত্র দেখিয়ে আশ্বস্ত করেন। এ সময় ট্রেজারার ও জনসংযোগ কর্মকর্তার পদত্যাগ চাইলে তারা আত্মগোপনে থাকায় তাদের বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। এর আগে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে চলে যান।
এরপর “শেখ হাসিনা” বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নামকরণসহ ১১ দফা দাবী করেন শিক্ষার্থীরা। ওইদিন বিশ্বদ্যিালয়ের সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষরসহ ১১ দফা দাবী উল্লেখ করে তিনদিনের আল্টিমেটাম দিয়ে রেজিস্ট্রারের হাতে লিখিত আবেদন প্রদান করে। ঠিক তিনদিনের মধ্যেই ভিসি পদত্যাগ করেন।
কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫