আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পরে সংখ্যালঘুদের সাথে চলমান ঘটনা নিরসনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯আগষ্ট) বিকালে ডোমার নাট্য সমিতি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি।বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোঁরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু।
উজ্জল কাঞ্জিলাল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএপি’র সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, মাসুদ বীন আমিন সুমন, পৌর বিএপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা হিন্দু, বৌধ্য, খ্রিষ্ট্রান পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুহ, প্রকৌশলী অনুপ কুন্ডু, শেখর সাহা, প্রভাষক বিজয় কুমার ঘোষ, নিখিল সাহা প্রমূখ বক্তব্য রাখেন।
গত কয়েকদিন যাবত হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং সাহাপাড়া সহ বিভিন্ন এলাকায় বসতবাড়ী দূর্বৃত্তদের কবল থেকে রক্ষা করতে বিএনপি’র নেতাকর্মীগণ রাত জেগে পাহাড়ার ব্যাবস্থা করে আসছে। আতংকিত না হয়ে মনোবল তৈরী করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/সকাল ১১:০৬