রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী রণক্ষেত্র ; ২০ টি মোটর সাইকেলে পোড়ালো দুষ্কৃতকারীরা।

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৪৭৯ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : সারা দেশের ন্যায় ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীর বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আন্দোলনকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারসেল, রাবার বুলেট ও সর্টগানের গুলি ছুড়ে। এঘটনায় আন্দোলনকারী ছাত্র-জনতা ও আওয়ামীলীগের নেতাকর্মীসহ প্রায় ৩০জন আহত হয়েছেন।

অপরদিকে ওসি তদন্তসহ ৩জন এসআই ও ৫ জন কনস্টেবল আহত হয়। এর আগে দুস্কৃতকারীদের আগুনে ২০টি মোটর সাইকেল ভস্মিভুত হয় এবং চেয়ার ও দোকানপাট ভাংচুর করা হয়েছে। দুপুর ৩টার দিকে বিভিন্ন এলাকা থেকে ছাত্র, শিক্ষক,অভিভাবক ও উৎসাহী জনতা বাসস্ট্যান্ডে জমা হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

দুপুরে আব্দুল লতিফ নামে এক অভিভাবক ও তার সন্তানকে নিয়ে সমাবেশে আসার সময় হাসপাতাল মোড়ে আটকিয়ে দুস্কৃতকারীরা হাতুড় দিয়ে পিটিয়ে দুজনকে আহত করে। তারা ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকাল থেকে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামতলা মোড়ে অবস্থান নেয়।

ছাত্র জনতার মিছিলটি হাসপাতাল মোড় ঘুরে জামতলা মোড়ে পৌছলে দুস্কৃতকারীরা মিছিলে হামলা চালানোর চেষ্টা করলে উত্তেজিত ছাত্রজনতা আওয়ামীলীগের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মীর প্রায় ২০টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এ আহতের ঘটনা ঘটে। পরে উত্তেজিত ছাত্র জনতা কিছুক্ষণ থানা ঘেরাও করে রাখে।

বর্তমান থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম জানিয়েছেন আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ওসি রুহুল আমিন জানান, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কত রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে তা হিসাব করে বলতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit