বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রয়াত ইংরেজি শিক্ষক কাজী আব্দুল আওয়াল খাদেমের ১৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। দিবসটি উপলক্ষে মরহুমের নিজ বাড়ি পৌরশহরের খড়মপুর দক্ষিণপাড়া জামে মসজিদে বাদ জুম্মা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
তার মৃত্যুবার্ষিকীতে আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্খি এবং ছাত্র-ছাত্রীদেরকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য পরিবারের পক্ষ হইতে অনুরোধ জানানো হয়েছে। কাজী আব্দুল আওয়াল খাদেম দৈনিক যায়যায়দিন পত্রিকার আখাউড়া উপজেলা প্রতিনিধি কাজী হান্নান খাদেমের বড় ভাই। তিনি ২০০৫ সালের ২ আগষ্ট ৩৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
জানা গেছে, কাজী আব্দুল আওয়াল খাদেম একজন স্বনামধন্য ইংরেজি শিক্ষক ছিলেন। ছাত্রছাত্রীদের প্রতি স্নেহশীল আচরণ এবং আন্তরিক পাঠদানের কারণে তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছিলেন। দরিদ্র ছাত্রদেরকে বিনা বেতনে পড়াতেন তিনি। ভালো শিক্ষক হিসেবে এলাকায় তার সুনাম ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারের অপূরনীয় ক্ষতি হয়। আখাউড়াবাসী হারায় একজন ভালো শিক্ষককে।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৩৪