স্পোর্টস ডেস্ক : শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে দুর্দান্ত লড়াইয়ের পর দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি। এই ইভেন্টে রুপা জিতেছে দক্ষিণ কোরিয়া, ব্রোঞ্জ কাজাখস্তানের। ৩ বছর আগেও এই ইভেন্টে চীন সোনা জিতেছিল। টোকিওতে সেবার লড়াই করেছিলেন ইয়াং কিয়ান ও ইয়াং হাওরান।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/রাত ৯:০০