আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্টেট কাউন্সিলের নির্বাহী কমিটিতে আরও গভর্নর নিয়োগ দিয়েছেন। তারা হলেন- স্টাভরোপোল অঞ্চলের গভর্নর ভ্লাদিমির ভ্লাদিমিরভ, রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ এবং আরখানগেলস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার সিবুলস্কি। খবর রুশ সংবাদমাধ্যম তাসের।
ভ্লাদিমিরভকে এর আগে কাউন্সিলের কৃষি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। মালকভকে এর আগে দক্ষ ও প্রতিযোগিতামূলক অর্থনীতি কমিশনের দায়িত্বে এবং আন্তর্জাতিক সহযোগিতা ও রপ্তানি কমিশনের দায়িত্বে সিবুলস্কিকে নিয়োগ দেওয়া হয়েছিল।
কাউন্সিলের কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্তর্বর্তীকালীন তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ, অন্তর্বর্তীকালীন সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেডোরিশচেভ, কালুগা অঞ্চলের গভর্নর ভ্লাদিস্লাভ শাপশা এবং সাখা অঞ্চলের গভর্নর নিকোলায়েভকে।
মিলিয়েভকে এর আগে শারীরিক সংস্কৃতি ও ক্রীড়া কমিশনের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল, ফেডোরিশচেভ উত্পাদন শিল্প কমিশন ও শাপশা মানবসম্পদ কমিশনের দায়িত্ব এবং নিকোলায়েভকে শক্তি শিল্পের কমিশনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল।
নির্বাহী কমিটি থেকেও কয়েকজনকে সরিয়ে দেন পুতিন। তারা হলেন- কালিনিনগ্রাদ অঞ্চলের সাবেক গভর্নর আন্তন আলিখানভ, যিনি সম্প্রতি শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন; সাবেক কেমেরোভো অঞ্চলের গভর্নর সের্গেই সিভিলিওভ, যিনি সম্প্রতি জ্বালানিমন্ত্রী নিযুক্ত হয়েছেন।
ক্রেমলিনের উপদেষ্টা ইগর লেভিটিন, আলতাই অঞ্চলের গভর্নর ভিক্টর তোমেনকো, নোভোসিবিরস্ক অঞ্চলের গভর্নর আন্দ্রে ট্রাভনিকভ, সাবেক খান্তি-মানসিস্ক অঞ্চলের গভর্নর নাটালিয়া কোমারোভা এবং সামারা অঞ্চলের সাবেক গভর্নর দিমিত্রি আজারভকে সরিয়ে দেওয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:১৯