স্পোর্টস ডেস্ক : কোপায় দ্বিতীয় সেমিতে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর টুর্নামেন্টটির ফাইনালে পৌঁছায় কলম্বিয়া। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালের সেই ম্যাচ শেষের রেফারির বাঁশি বেজে ওঠার ঠিক পরপরই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কলম্বিয়া সমর্থকদের গ্যালারিতে উঠে তাদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন উরুগুয়ের ফুটবলাররা। তার একদিন বাদেই সেই ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, কনমেবল।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচের পরে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের বিষয়টি নিশ্চিত করে কনমেবল। সেই বিবৃতিতে কনমেবল জানায়, ‘ম্যাচের পরের ঘটনাটি ধারাবাহিকভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায়ের ব্যাপারে তদন্ত শুরু করেছে কনমেবল। বৈশ্বিক এই ফুটবল উৎসবের ক্ষতি করে এমন কোনো কাজ সহ্য করা হবে না, সে বিষয়টি আমরা পুনর্ব্যক্ত করে সতর্ক করছি। আবেগের জায়গাগুলো সহিংসতায় রূপান্তর করবে এমন ঘটনা অগ্রহণযোগ্য। এই প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো আচরণ সহ্য করা হবে না।’
সমর্থকদের সঙ্গে উরুগুয়ে ফুটবলারদের বিবাদের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, ডাগআউটের পাশের সিঁড়ি দিয়ে গ্যালারিতে উঠে মারামারিতে জড়িয়ে পড়েন দারউইন নুনিয়েজ, হোসে মারিয়া হিমিনেজ, চোটের কারণে ম্যাচে খেলতে না পারা রোনাল্ড আরাউহোসহ উরুগুয়ের আরও কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে সবচেয়ে ক্ষিপ্ত দেখা যায় নুনিয়েজকে।
পরে ম্যাচ শেষে খেলায় নিরাপত্তা নিয়ে সমালোচনা করে উরুগুয়ে ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ বলেন, ‘তারা (কর্তৃপক্ষ) থামিয়ে দেওয়ার আগেই আমার বিষয়গুলো নিয়ে কিছু বলা উচিত। কারণ তারা পরে কিছু বলতে দেবে না। তারা চায় না এই বিপর্যয়ের ব্যাপারে আমরা কিছু বলি। আমাদের পরিবার গ্যালারিতে থাকে। সেখানে শিশুরাও থাকে। পুরো বিষয়টি একটা বিপর্যয় ছিল।’
কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/সকাল ১১:৫৪