ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ফেরার সময়সূচি কিছুটা এগোনো হয়েছে। বৃহস্পতিবার সকালের পরিবর্তে বুধবার রাতে সরকারপ্রধান দেশে ফিরছেন। তবে সফরের সব কর্মসূচি অপরিবর্তিত রয়েছে।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলসহ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এরপর প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে এবং কয়েকটি নতুন প্রকল্পের ঘোষণার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন। বিকালে গ্রেট হল অব দ্য পিপলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৯:০৮