আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধকালীন সিদ্ধান্ত ও ইসরাইলের সাফল্যের প্রশংসা করেছেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
নেতানিয়াহু ফোনালাপে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার অর্জনের জন্য অভিনন্দন জানান এবং গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকার প্রশংসা করেন। তবে মাচাদোর পক্ষ থেকে এই ফোনালাপ বা এর বিষয়বস্তু নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এর আগে এই সপ্তাহে প্রকাশিত এক সাক্ষাৎকারে মাচাদো বলেছিলেন, তিনি মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বছরের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী। গত সপ্তাহে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করা হয় ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে। এতে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করার পর ট্রাম্পের প্রত্যাশা ভেস্তে যায়।
কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/রাত ১০:০৫