স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা কোপা আমেরিকার শেষ চারে মাঠে নামবে আগামীকাল সকালে। কানাডার বিপক্ষে এই ম্যাচে আলবিসেলেস্তেদের একাদশে আসছে বড় পরিবর্তন।
প্রথমতঃ গোটা ছকটাই বদলে যাচ্ছে আর্জেন্টিনার। বিশ্বচ্যাম্পিয়নরা কোপা আমেরিকার শেষ আটে খেলেছে ৪-৪-২ ছকে। মাঝমাঠে চার খেলোয়াড় নিয়েও বলের দখল রাখতে ভুগেছে দলটা। আগামীকাল তাই ছকটাই বদলে ফেলছেন কোচ লিওনেল স্কালোনি। কাল ৪-৩-৩ ছকে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
দুটো জায়গায় তিনটি পরিবর্তন আসছে একাদশে। মিডফিল্ডে আর্জেন্টিনা দলে হয়ে রদ্রিগো দি পলের সঙ্গে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে থাকবেন জিওভানি লো চেলসো।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
মার্তিনেজ
মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো
দি পল, ম্যাক অ্যালিস্টার, লো চেলসো
মেসি, আলভারেজ, দি মারিয়া
কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:৪৪