বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ তন্তর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম, অফিসার ইনচার্জ, আখাউড়া থানা, ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ মাসুদ,পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) ইনচার্জ ধরখার পুলিশ ফাঁড়ি,আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মুরাদ হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, মাদক প্রতিরোধ, চুরি, ডাকাতি প্রতিরোধ সহ বিভিন্ন প্রকার গোষ্ঠীগত বিরোধ নির্মূলের লক্ষ্যে উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় করা হয়। তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষনিক আইনগত সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশনা প্রদান করা হয়। পুলিশের সেবা জনগনের দোড়গোড়ায় পৌছানোর জন্য আরো অধিক পরিমানে জনগনকে বিট পুলিশিং কাযক্রমে সম্পৃক্ত করার জন্য প্রচারণা চালানো হয়।