মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাসেল’স ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে এরিই মধ্যে সাপে কাটা রোগীদের জন্য রাজশাহী গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল। নিজ উদ্যােগে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০টি এন্টিভেনম স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী মাজরুই রহমানের কাছে এন্টিভেনমগুলো হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এন্টিভেনম হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ‘রাতে যেন টর্চলাইট নিয়ে সবাই চলাচল করেন। আর সাপে কাটলে যেন দ্রুত সময়ের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম পাওয়া যায় সে জন্য জন্য আমি আমার ব্যক্তিগত উদ্যােগে কিনে দিয়েছি। কৃষকদের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু গাম্বুটেরও ব্যবস্থা করা হয়েছে।
সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসার জন্য উপজেলাবাসীকে আহ্বান জানান তিনি। এবিষয়ে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আলী মাজরুই রহমান বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম দেয়ার জন্য ধন্যবাদ জানাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় কে কোনো ব্যক্তি যদি বিষোধর রাসেল’স ভাইপার সাপ দারা আক্রান্ত হোন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেই আক্রান্ত ব্যক্তি কে সুস্থ করে তুলতে সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৪,/রাত ৯:৩৮