 
																
								
                                    
									
                                 
							
							 
                    তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারা দেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ২০২৪ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় দুর্গাপুর উপজেলা থেকে অংশগ্রহণ করেছে মোট ১ হাজার ৬৪৬জন শিক্ষার্থী। তবে প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৭ জন পরীক্ষার্থী।
পরীক্ষাকেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সার্বিক মনিটরিং করছেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মো. বজলুর রহমান আনছারী, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৪,/বিকাল ৪:১২