ডেস্ক নিউজ : মাগুরায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ জুন) সকাল ১১টার মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুল রেজা কুটিলসহ অন্যরা।
পরে স্থানীয় ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা সেচ্ছাসেবক লীগ, জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ, জেলা মটর শ্রমিক ইউনিয়ন লীগ, জেলা মহিলা লীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫