ডেস্ক নিউজ : ‘আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। বাংলাদেশ আওয়ামী লীগ আমাদের হৃদয়ের স্পন্দন’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি।
আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেন, ২০৪১ সালে রুপকল্প বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। দিন রাত কাজ করে যাচ্ছেন দেশে এবং দেশের বাইরে। প্রত্যেক জায়গায় সম্মান ও শ্রদ্ধায় তাই আজ আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা বাঙালি, আমরা বাংলাদেশী, আমরা শেখ হাসিনার সৈনিক, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক।
আলোচনা সভা শেষে কেককাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৫:০০