মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুর সাড়ে ১২ টায় দৌলতপুর উপজেলা পরিষদে অবস্থিত নতুন অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম শেলী দেওয়ান, দৌলতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান কামরুল, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরেন। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৪,/বিকাল ৪:৩৩