এদিকে ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে এবং অন্যদিকে মোঃ হাবিবুর রহমান রুমেল ও মুনসুরের নেতৃত্বে নেতাকর্মীরা যথাস্থানে সমাবেত হয়। এরপরে সংসদ সদস্যের নির্দেশনানুযায়ী সকল নেতা কর্মীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওয়ানা হন।এসময়ে নেতাকর্মীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপসহীন, সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বৈরতন্ত্রের চৌহদ্দি পেরিয়ে গণতন্ত্রের স্বাদ পেয়েছিল বাংলার জনগণ। কালের বিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আজ ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে স্মার্ট বাংলাদেশের স্বাপ্নিক অভিযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ।
দীর্ঘ সাফল্য-সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট রাষ্ট্র প্রতিষ্ঠার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ৭৫ বছরে দেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সাফল্যের জয়গানে মুখরিত। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতের নির্মাতা। তাই আমরা আশুলিয়া থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিক সফল করতে রওয়ানা দেই।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৪,/দুপুর ১:১৬