তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমাদের সুসঙ্গ’’ সংগঠনের উদ্দ্যেগে দুর্গাপুর উপজেলায় ২০২৪ সনে এসএসসিতে শ্রেষ্ঠ ফলাফল ও দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী।
এ উপলক্ষে সংগঠনের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর এস এম কামরুল হাসান জনি‘র সঞ্চালনায় সংগঠনের আহবায়ক সাবেক যুগ্ন সচিব অর্ধেন্দু শেখর রায় এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে ৫১জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
কৃতিশিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে এমপি রুহী বলেন, ভালো ফলাফল অর্জনই ভালো কিছুর প্রত্যাশা করে। বিগত দিনেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামীতেও আমাদের সুসঙ্গ সংগঠনকে সাথে নিয়ে একটি ফাউন্ডেশন গঠনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হবে।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৪,/রাত ১০:১২