বিনোদন ডেস্ক : প্রায় ১৬ বছর আগে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত মেগা সিরিজ ‘সাত ভাই চম্পা’ নিয়ে বানানো হয়েছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। রূপকথার গল্প অবলম্বনে নির্মিত ‘সাত ভাই চম্পা’ রোববার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে আইস্ক্রিনে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন জানিয়েছে, সিনেমাটি পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য তৈরিতে রিপন নাগের সঙ্গে কাজ করেছেন নাজাকাত খান ও ইমতিয়াজ সজিব। সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ওটিটিতে এবারে প্রচার হবে এই সিনেমার প্রথম কিস্তি। আগামীতে সিনেমার দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা নিয়েছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম।
‘সাত ভাই চম্পা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা, শানারাই দেবি শানু, নওশাবা আহমেদ, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে।
কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:৪৭