বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাতে আটক একজনকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় এক পুলিশ কর্মকর্তা আহত হন। তার মাথায় তিনটি সেলাই লেগেছে ও সারা শরীরেই জখম আছে। আহত সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহমেদ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়া জসিমকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার বিকেলে উপজেলার পাকশিমুল এলাকার পশুর হাট থেকে মহিষ কিনেন ভূইশ্বর গ্রামের জসিম নামে এক ব্যক্তি। মহিষ ক্রয় করার পর বাজারের হাসিল ৫০০ টাকা দিয়ে চলে যাওয়ার সময় কমিটির লোকজনের সঙ্গে জমিসের বাগবিতণ্ডা হয়।
এরই জের ধরে জসিম নিজ গ্রাম ভূইশ্বর এসে সড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকসা থামিয়ে পাকশিমুল গ্রামের লোকজন দেখে দেখে মারধর করতে থাকেন। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে বিট অফিসার এসআই বাবুল গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে জসিমকে আটক করেন। পরে জসিমের লোকজন এসআই বাবুলের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানায়।
কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/সকাল ৯:২৬