মাইদল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। রোববার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা একটি বাছুর ও একটি সেচ পাম্প উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের নামে ৭ থেকে ৮টি করে মাদক ও চুরি মামলার রয়েছে।
পুলিশ জানায়, গত ৭ জুন শুক্রবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের খাটামারী এলাকার মিজানুর রহমান নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি সেচ পাম্প চুরি হয়। অপরদিকে গত শনিবার ৮ জুন রাতে খায়রুল ইসলাম নামের আরেক ব্যক্তির বাড়ি থেকে একটি লাল রঙের বাছুর চুরি হয়।ভূরুঙ্গামারী থানা পুলিশ রোববার ৯ জুন সন্ধ্যায় চুরি হওয়া বাছুর ও সেচ পাম্প উদ্ধার করে চোরচক্রের ৩ সদস্য ফরিদুল হক (২৫), রুবেল হোসেন (২৫) ও জুয়েল মিয়াকে (২০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফরিদুল জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় এলাকার আমজাদ দেওয়ানির ছেলে। জুযেল একই ইউনিয়নের খাটামারী এলাকার নছর উদ্দিনের ছেলে। রুবেল একই এলাকার সাজু মিয়ার ছেলে।ওসি রুহুল আমিন জানায়, তাদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় চুরি মামলা দাে য়র করা হয়েছে।
কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৩:৩৬