মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : বোচাগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান মোঃ আফছার আলী আনুষ্ঠানিক ভাবে দায়িত্ববার গ্রহন করেছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।
১০ জুন সোমবার সকাল ১০টায় উপজেলা চত্বর প্রাঙ্গনে আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, প্রাক্তন মেয়র আব্দুস সবুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এটিএম মামুন, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল প্রমুখ।
আলোচনা সভা শেষে চেয়ারম্যান মোঃ আফছার আলী আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার এর নেতৃত্বে উপজেলা প্রসাশনের অফিসার বৃন্দ নতুন চেয়ারম্যান আফছার আলী কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। দায়িত্বভার গ্রহন করার পর বিভিন্ন নেতা কর্মি ও সামাজিক সংগঠন নতুন চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে নতুন চেয়ারম্যান আফছার আলী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/বিকাল ৩:৩১